এসবিএন ডেস্ক : বাংলাদেশে যাচ্ছেন। শখ করে একটা টিভি কিনলেন। ৩০'' টিভি। বাংলাদেশ বিমান বন্দরে শুল্ক ভয়ে এই মাপের টিভি কিনলেন। কিন্তু দেশে গিয়ে জানলেন, ৩০"-৩৬" পর্যন্ত একই শুল্ক। আগে জানলেতো ৩৬" টিভি নিয়েই দেশে যেতেন! কিংবা কী পরিমাণ নগদ অর্থ, স্বর্ণ, কয়টি মোবাইল সাথে থাকলে বাংলাদেশ বিমান বন্দরে সমস্যা হবে না- এমন জিজ্ঞাসাও দেশে যাত্রাকালে আপনার মনের মাঝে উঁকিঝুঁকি করে। চিন্তিত করে তোলে আপনাকে। অথচ জানা থাকলে নিশ্চিন্তে বাংলাদেশের পথে উড়াল দিতে পারেন। এবার জেনে নিন বাংলাদেশ বিমান বন্দরে শুল্ক বিষয়ক কিছু তথ্য ।
মোবাইল :
২টি শুল্কমুক্ত। আরও ৩টি শুল্কযুক্ত(প্রায় ৩৫%)। মোট ৫টির বেশি হলে BTRC এর ছাড়পত্র লাগবে।
টেলিভিশন :
২১" পর্যন্ত শুল্কমুক্ত।
২২"-২৯" হলে ১০,০০০ টাকা,
৩০"-৩৬" হলে ১৫,০০০ টাকা,
৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা,
৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা,
৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা,
৫৩" এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক।
ল্যাপটপ : ১টি শুল্কমুক্ত। আরও ১টি শুল্কযুক্ত (প্রায় ২০%)। মোট ২টির বেশি হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
কম্পিউটার মনিটর : ১টি ১৯" পর্যন্ত শুল্কমুক্ত। ২০"-২২" হলে প্রায় ৫০%, ২৩" বা তার বেশি হলে প্রায় ৭০% শুল্ক।
নগদ অর্থ: বাংলাদেশী মুদ্রা ৫০০০। বৈদেশিক মুদ্রা যত খুশি তত। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে।
শাড়ী/বস্ত্রাদি/কসমেটিকস : ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত। আরও কয়েকটি শুল্কযুক্ত (প্রায় ১৬০%)। এর বেশি হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
ওষুধ : প্রেসক্রিপশন দেখিয়ে পরিমিত পরিমাণ। বাণিজ্যিক পরিমান বিবেচিত হলে DGDA এর ছাড়পত্র লাগবে। স্বর্ণালংকার : ১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
স্বর্ণবার/বিস্কুট : শুল্কযুক্ত। প্রতি ১১.৬৭ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন।
সূত্র: ম্যাজিস্ট্রেট্স, অল এয়ারপোর্টস অব বাংলদেশ।
মোবাইল :
টেলিভিশন :
২১" পর্যন্ত শুল্কমুক্ত।
২২"-২৯" হলে ১০,০০০ টাকা,
৩০"-৩৬" হলে ১৫,০০০ টাকা,
৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা,
৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা,
৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা,
৫৩" এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক।
ল্যাপটপ : ১টি শুল্কমুক্ত। আরও ১টি শুল্কযুক্ত (প্রায় ২০%)। মোট ২টির বেশি হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
কম্পিউটার মনিটর : ১টি ১৯" পর্যন্ত শুল্কমুক্ত। ২০"-২২" হলে প্রায় ৫০%, ২৩" বা তার বেশি হলে প্রায় ৭০% শুল্ক।
নগদ অর্থ: বাংলাদেশী মুদ্রা ৫০০০। বৈদেশিক মুদ্রা যত খুশি তত। ৫,০০০ ডলার/সমমানের বেশি হলে কাস্টমসের নিকট FMJ ফরমে ঘোষণা দিতে হবে।
শাড়ী/বস্ত্রাদি/কসমেটিকস : ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত। আরও কয়েকটি শুল্কযুক্ত (প্রায় ১৬০%)। এর বেশি হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
ওষুধ : প্রেসক্রিপশন দেখিয়ে পরিমিত পরিমাণ। বাণিজ্যিক পরিমান বিবেচিত হলে DGDA এর ছাড়পত্র লাগবে। স্বর্ণালংকার : ১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত। অতিরিক্ত প্রতি গ্রামে প্রায় ১,৫০০ টাকা শুল্ক। বাণিজ্যিক পরিমাণ বিবেচিত হলে CCI&E এর ছাড়পত্র লাগবে।
স্বর্ণবার/বিস্কুট : শুল্কযুক্ত। প্রতি ১১.৬৭ গ্রামে (১ ভরি) ৩,০০০ টাকা। ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন।
সূত্র: ম্যাজিস্ট্রেট্স, অল এয়ারপোর্টস অব বাংলদেশ।