প্রেস বিজ্ঞপ্তি : জার্মানের হামবুর্গে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ সমিতির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ সময়ের প্রতিক্ষার পরে কমিউনিটি বাংলাদেশীদের উপস্থিতিতে ১২ সেপ্টেম্বর সরাসরি ভোট প্রয়োগের মাধমে সদস্যরা নুতন নেতৃত্বের কাছে আগামী দু বছরের জন্য দায়িত্ব দেন । বাংলাদেশ সমিতির কার্যকরী কমিটিতে মহসিন শাহ্ কে সভাপতি ও নুরুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত বাংলাদেশ সমিতি হামবুর্গের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানান। তারা বলেন, আগামী দিনে বাংলাদেশীদের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং বর্তমানে মাইগ্রান্টস সমস্যাটা প্রধান বিষয় বলেও উল্লেখ করেন। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশের কমিউনিটির সাথে যোগাযোগ রক্ষা করে তারা কমিউনিটির সেবায় আরো জোরালো ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। নব গঠিত কার্যকরী কমিটি : সভাপতি – মহসিন শাহ্, সাধারণ সম্পাদক – নুরুল ইসলাম পারভেজ, সদস্য – আলম শেখ, আজহার হোসেন, ওমর ফারুক, শারফুদ্দিন আহমেদ জুয়েল এবং মোস্তাফিজ নাইম।