Latest News

'সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়াকে সহযোগিতা না দেয়া বড় ভুল'

এসবিএন ডেস্ক : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকারকে সহযোগিতা দিতে পশ্চিমা দেশগুলোর ব্যর্থতাকে একটি মস্ত বড় ভুল বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সেই সঙ্গে পুতিন ওইসব দেশের কড়া নিন্দা জানিয়েছেন।  নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনে গত ২৮ সেপ্টেম্বর, সোমবার প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা মনে করি সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়া সিরিয়ার সরকার এবং সেনাবাহিনীকে সহযোগিতা না দেয়া একটি বড় ধরণের ভুল পদক্ষেপ। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার অভ্যন্তরে তাকফিরি দায়েশ বা অন্য সন্ত্রাসী গোষ্ঠী গুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনী ছাড়া অন্য কেউ সত্যিকারভাবে যুদ্ধ করছে না। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে বৃহৎ সন্ত্রাসী বিরোধী জোট গঠনের জন্য আহ্বান জানিয়েছেন পুতিন।সেই সঙ্গে এই ক্ষেত্রে মুসলিম দেশগুলোতে প্রধান ভূমিকা পালন করতে হবে বলে পুতিন গুরুত্বারোপ করেছেন। সিরিয়ার ভয়াবহ সংকট সমাধানের পূর্বশর্ত হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে আমরিকা আরো একবার আহ্বান জানানোর পর প্রেসিডেন্ট পুতিনের এই বক্তব্য এলো।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com