Latest News

মাদ্রিদে সাইফুর রহমানের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত

সেলিম আলম, মাদ্রিদ : বাংলাদেশের  সাবেক অর্থমন্ত্রী ও প্রয়াত রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে সাইফুর রহমান স্মৃতি সংসদ ইন স্পেইন। গত ৮ সেপ্টেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। হুমায়ূন কবির রিগ্যানের পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ছানুর মিয়া ছাদ । বাংলাদেশের রাজনীতিতে বিশেষ অবদান রাখা এ রাজনীতিবিদের কর্ম জীবনী আলোচনা করেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুন, রিয়াজ উদ্দিন লুৎফুর, সুহেল আহমেদ সামসু, আবু জাফর রাসেল, সাইফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে এম সাইফুর রহমানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের বড্ড প্রয়োজন। তার হাতের উন্নয়নের ছোঁয়া মৌলভীবাজার তথা বৃহত্তর সিলেটের আকাশ বাতাস ও মাটিতে আজো মিশে আছে। বাংলাদেশের জাতীয় সংসদে সর্বোচ্চ  ১২ বার বাজেট পেশকারী এই রাজনীতিবিদ  বাংলাদেশকে ভালোবেসেছেন আজীবন। আলোচনাসভায় অন্যান্যেরর  মধ্যে বক্তব্য রাখেন সায়েদ মিয়া, শাওন আহমেদ, সাইদুল হক টিপু, মহসিন মিয়া, আব্দুর রাজ্জাক, মাজারুল ইসলাম, জাকির হুসেন, রেজাম উদ্দিন সহ অনেকে। গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সিফার আহমেদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান জামান, বকুল খানসহ কমিউনিটি নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে  বিশ্ব ব্যাংকের সাবেক এ চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com