Latest News

স্পেন বিএনপি'র ঈদ পুনর্মিলনীতে কমিটি পুনর্গঠনের উপর আলোচনা

সেলিম আলম, মাদ্রিদ:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। গত ৭ অক্টোবর মাদ্রিদের বাংলাদেশ এ্যাসোসিয়েশন হলে সংগঠনের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং শরিফ মনির ও মোর্শেদ আলম তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভাটি ঈদ পুনর্মিলনী হলেও মূলত সংগঠনটিকে গতিশীল করতে কমিটি পুনর্গঠনের উপর আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডঃ দুলাল, মিজানুর রহমান বিপ্লব, কাজী কাসেম, রমিজ উদ্দিন প্রমূখ। বক্তারা নতুন কমিটি গঠনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে বলেন, পুরো ইউরোপজুড়ে স্পেন বিএনপি'র  যে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে; তা সমুন্নত রাখতে হবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশে অগণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের দেশ ও জনগণ বিরোধী কার্যক্রম বিশ্ব মানবতাকে হতাশ করেছে। দেশবাসী নীরবে চোখের জল ঝরাচ্ছে। মুক্তি যুদ্ধের সময় প্রবাসীরা  আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনে যে ভূমিকা রেখেছিলেনন; ঠিক সেভাবে দেশ প্রেমিক সকল প্রবাসী একত্রিত হয়ে  আওয়ামী বাকশালীদের কাছ থেকে দেশকে মুক্ত করতে প্রবাস থেকেও ভূমিকা রাখতে হবে।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com