Latest News

প্যারিসে বাংলাদেশি খুন

প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের সাইন্ট ডেনিসে রাকিব সুজন নামের একজন প্রবাসী বাংলাদেশি স্বদেশী বন্ধুর হাতে খুন হয়েছেন। গত ৩ অক্টোবর, শনিবার রাতে এ খুনের ঘটনা ঘটে। নিহত  রাকিব সুজনের বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। ঘাতক আমির খান ওরফে বাদশাকে পুলিশ  গ্রেফতার করেছে।
গত ৯ অক্টোবর, শুক্রবার তার নামাজে জানাজা অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার দিন সুজন প্যারিসের সাইন্ট ডেনিস এলাকায় তার পরিচিত বন্ধু চঞ্চল শেখের বাসায় দাওয়াত খেতে যায়। সেখানে তার অন্যান্য বন্ধুদের সাথে আরেক বন্ধু আমির খান ওরফে বাদশা যায়। সেখানে কথা প্রসঙ্গে সুজন ও আমির খানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমির খান পেছন দিক দিয়ে সুজনের ঘাড়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু ঘটে। পরে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আমির খানকে আটক করে । সুজন হত্যাকাণ্ডের বিষয়ে প্যারিসের সাইন্ট -ডেনিস থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমির খানের বাড়ি মাদারীপুরের শিবচরে ।
এক সপ্তাহের মধ্যে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com