Latest News

এ্যাডিশনাল আইজিপি মোখলেছুর রহমানের সাথে স্পেন প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্টিত

এসবিএন ডেস্ক: বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আইজিপি মো: মোখলেছুর রহমানের  সাথে মতবিনিময় সভা করেছেন স্পেন প্রবাসী বাংলাদেশীরা। গত ১৬  অক্টোবর এ্যাডিশনাল আইজিপি মো: মোখলেছুর রহমান এক সংক্ষিপ্ত সফরে স্পেন আসায় তাঁর সাথে  বার্সেলোনার স্হানীয় একটি  রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভার অায়োজন করা হয়। স্পেন আওয়ামীলীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে ও কাতালোনিয়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু,সাধারন সম্পাদক উত্তম কুমার, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন,  বাংলা স্কুলের উপদেষ্টা আলাউদ্দিন হক,আওয়াল ইসলাম, নবীনুল হক, আয়ারল্যান্ড আওয়ামীলীগের সহ সভাপতি আফছার উদ্দীন,কাতালোনিয়া আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান সহজ,কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সহজ,উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সাংগঠনিক সম্পাদক শফিক খাঁন প্রমূখ।

এ্যাডিশনাল আইজিপি মো: মোখলেছুর রহমান তার বক্তব্যে দেশের প্রতি  প্রবাসীদের মমত্ববোধের কথা তুলে ধরে আরো বলেন, প্রবাসীরা বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি। তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নয়নের কথাও প্রবাসীদের অবগত করেন। মতবিনিমব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিমুল চৌধুরী, আবুল কাশেম, নজরুল ইসলাম, ফিরোজ আলম আকাশ,হানিফ শরিফ, শরিফ আহমেদ সাধন প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com