Latest News

ম্যানচেষ্টারে বাংলা কাগজের ব্যুরো অফিস উদ্বোধন ৩০ অক্টোবর

এসবিএন ডেস্ক: বাংলাদেশ, স্পেন ও ইংল্যান্ড থেকে একযোগে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকার ম্যানচেষ্টার ব্যুরো অফিস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আগামী ৩০ অক্টোবর, শুক্রবার বাদ জুমআ ব্যুরো অফিস-
338 Dickenson Road, Longsight, Manchester,  M13 ONG - এ  সুধী সমাবেশ অনুষ্টিত হবে। এ অনুষ্ঠানে বাংলা কাগজ এর সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাসহ গ্রেটার ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বাংলা কাগজ এর ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন ও ম্যানচেষ্টার ব্যুরো প্রধান গাওছুল ইমাম চৌধুরী সুজন। বাংলা কাগজের এ ব্যুরো অফিস উদ্বোধনের পর বাংলা কাগজের পরিধি বৃদ্ধি পাবে এবং গ্রেটার ম্যানচেষ্টারে প্রবাসী বাঙালীদের হাতে প্রিয় পত্রিকাটি আরো সহজে পৌঁছবে বলেও তারা জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com