
বিষাদ আমায়
যুদ্ধ করতে চাই
যতোদিন আয়ু মেলে ।
হতাশা আমায়
করোনা দুর্বল,
হারাতে চাই না
এক বিন্দু মনোবল ।
মানবতার জন্য
করতে চাই কাজ,
হারি জিতি
নেই তো লাজ।
হতাশা আমায়
দিও না কষ্ট,
সাহস তুমি
হয়ো না নষ্ট ।
আমি এক নারী ,
সবাই বলে দুর্বল,
ভাংতে চাই
পুরোনো শিকল।
হিমালয় জিতেছি
জিতবো পৃথিবী,
দূর করতে চাই,
বাঁধা বিপত্তি সবি।
ফারহানা মোবিন
চিকিৎসক, লেখক।