Latest News

ইসলামিক ফোরাম অব ইউরোপ ইন স্পেন এর ট্রেনিং সেশন সম্পন্ন

সেলিম আলম, মাদ্রিদ :  মাদ্রিদে ইসলামিক ফোরাম অব ইউরোপ ইন স্পেন আয়োজিত ট্রেনিং সেশনে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে  উত্তম চরিত্র গঠনের মাধ্যমে ইউরোপে ইসলাম প্রচার ও মুসলিম ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার গুরুত্ব আরোপ করা হয়।
গত ২৫ অক্টোবর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে অনুষ্টিত এ ট্রেনিং সেশনে সভপতিত্ব করেন সংগটনের স্পেন শাখার সভাপতি মোর্শেদ আলম। সাধারন সম্পাদক মাসুদ আলম চৌধুরীর পরিচালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নুরুল আলম, আবুল হাসেম, জিল্লুল আল হক, আবু তাহের, কামরুল হাসান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,  ইসলামের দাওয়াত মানুষের কাছে হেকমতের মাধ্যমে পৌঁছাতে হবে। আর সে জন্য প্রথমে নিজেদেরকে কোরআন- সুন্নাহ'র আলোকে তৈরী করতে হবে। এ ট্রেনিং সেশনে বিষয় ভিত্তিক গ্রুপ আলোচনা ও  উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা শেষে   পুরস্কার বিতরণ করা হয়।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com