Latest News

মাদ্রিদে জাতীয় জেল হত্যা দিবস পালিত

সেলিম আলম, মাদ্রিদ : স্পেন আওয়ামীলীগের উদ্যোগে মাদ্রিদে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সকল হত্যাকান্ডের নতুন করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধী বিএনপি- জামায়াত  চক্র সুপরিকল্পিত হত্যা কান্ড চালিয়ে আসছে। গত ৯ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি হলে অনুষ্টিত এ আলোচনা সভায় বক্তারা পঁচাত্তরের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যার  নিন্দা জানান  এবং পুনঃ তদন্তের মাধ্যমে  মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সকল খুনী ও দেশ দ্রোহিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। সংগটনের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো জাকির হুসেন, একেএম জহিরুল ইসলাম, ফয়জুর রহমান, আব্দুর রহমান, আব্দুল গফুর ফরিদ, সেলিম রেজা, আয়ূব আলি সুহাগ,মামুন হাওলাদার, খসরু চোধুরী, মো জসিম, সুমন বারী, মো সবুজ, আবুল হুসেন  প্রমুখ। বক্তারা আরো বলেন, কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্বিঘ্নে বাংলার এ মহা নায়কদের গুলি করে হত্যায় সেই একই চক্র কাজ করেছে; যারা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। আর তাদের ই প্রেতাত্মারা বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে দেশ এবং বিদেশ থেকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com