Latest News

স্পেন বিএনপি'র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

সেলিম আলম, মাদ্রিদ:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন শাখার উদ্যোগে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়েছে। গত ৯ নভেম্বর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে স্পেন বিএনপি'র আহ্বায়ক কমিটি এ দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সদ্য গঠিত এ আহ্বায়ক কমিটির  আহবায়ক ড: দুলাল আহমেদেরর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন লুৎফুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সংগঠনটির প্রাক্তন সভাপতি খোরশেদ আলম মজুমদার। ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, ৭ নভেম্বরের কারণে বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে জনগণ পেয়েছে। গণতন্ত্র উদ্ধার আর সময়ের প্রয়োজনে সিপাহী জনতা সেদিন  ঝাঁপিয়ে পড়েছিল । বর্তমানেও  বাংলাদেশের জনগন আর গনতন্ত্র উদ্ধার করতে জাতীয়তাবাদী শক্তিকে তারেক রহমানের নেতৃত্বে আরেকটি বিপ্লব ঘটাতে হবে।  তারা তাদের বক্তব্যে শহীেদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্টার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চিরদিন বেঁচে থাকবেন বলেও জানান।
সভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী কাসেম, সোহেল ভুঁইয়া, মিজানুর রহমান বিপ্লব, শরিফ মনির , মোখলেছুর রহমান, মোর্শেদ আলম, রমিজ উদ্দিন, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বসির উদ্দিন, আবুল কালাম যুবরাজ ,আবু বক্কর , কাজী জসিম, পেয়ার হুসেন সৌরভ, ফখরুল হাসান, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, আব্দুল মতিন, খায়ের আহমেদ, হেমায়েত আহমেদ, আক্কাস আলী প্রমুখ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com