এসবিএন ডেস্ক: স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার যোগদান করেছেন। গত ৭ অক্টোবর তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন বলে মাদ্রিদ দূতাবাস সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রদূত ইখতিয়ার এম চৌধুরির স্থলাভিষিক্ত হলেন।
হাসান মাহমুদ খন্দকার স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ সময় (সাড়ে ৪ বছরেরও বেশি) পুলিশের শীর্ষ পদে দায়িত্বরত ছিলেন। তার দায়িত্বকালীন সময়ে পুলিশে আধুনিকায়ন শুরু হয়। অত্যাধুনিক গাড়ি ও অস্ত্র ছাড়াও সক্ষমতা বাড়াতে পুলিশ বাহিনীতে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশ প্রধান হিসেবে হাসান মাহমুদের মেয়াদ শেষ হয়।
চাকরি শেষে হাসান মাহমুদ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। পিআরএল বাতিল করে গত ১৭ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩ বছরের জন্য চুক্তিতে তাকে স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।
হাসান মাহমুদ খন্দকার স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ সময় (সাড়ে ৪ বছরেরও বেশি) পুলিশের শীর্ষ পদে দায়িত্বরত ছিলেন। তার দায়িত্বকালীন সময়ে পুলিশে আধুনিকায়ন শুরু হয়। অত্যাধুনিক গাড়ি ও অস্ত্র ছাড়াও সক্ষমতা বাড়াতে পুলিশ বাহিনীতে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশ প্রধান হিসেবে হাসান মাহমুদের মেয়াদ শেষ হয়।
চাকরি শেষে হাসান মাহমুদ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। পিআরএল বাতিল করে গত ১৭ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩ বছরের জন্য চুক্তিতে তাকে স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।