Latest News

কার্ডিফে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সংবর্ধিত

একে মামুন, কার্ডিফ : বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে  ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে বৃটেন সফরত বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৭ নভেম্বর সাউথ ক্যানেলীর লিযাজ রেস্টুরেন্টে মন্ত্রী রাশেদ খান মেনন এমপির সম্মানে এক ডিনার পর্টিরও আয়োজন করা হয়। চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ব্যবসায়ী দিলাবর হোসাইনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মাহবুব নূর ও ডেপুটি সেক্রেটারী ইমতিয়াজ হোসেন জাকির এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত মন্ত্রী রাশেদ খাঁন মেনন চেম্বারের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করা ও নব প্রজন্মদের ঘন ঘন দেশে নিয়ে আমাদের পর্যটন এর বিভিন্ন দিক দেখানো ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বাংলা টিভির ওয়েলস এ্যাম্বেসেডর সাংবাদিক মকিস মনসুর আহমদ এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি এখনো চেষ্টার পর্যায়ে রয়েছে বলে জানান। রিফুয়েলিংয়ের সমস্যা সমাধান হলেও যাত্রীসহ বিশাল আকারের বিমান বহনের সাধ্য ওসমানী বিমানবন্দরের রানওয়ের না থাকার কারণেই সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালুতে বিলম্ব হচ্ছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করোন। এছাড়াও তিনি ম্যানচেষ্টার থেকে বিমানের ফ্লাইট পূনরায় চালুর আশ্বাস প্রদান করেন।
মন্ত্রীর সম্মানে আয়োজিতডিনার পার্টির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চেম্বার অব কমার্সের মিডিয়া ডাইরেক্টর আফজল খাঁন মিতু।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com