Latest News

পঞ্চাশে শাহরুখ পঁচিশ!

এসবিএন ডেস্ক: নিজের ৫০ বছর পূর্ণ হলেও বলিউড বাদশা শাহরুখ খান নিজেকে ২৫ বছরের তরুণই মনে করছেন । জন্মদিনে টুইট করে বলিউড বাদশা লিখেছেন, ”আজ পঞ্চাশ পূর্ণ হতেই মনে হচ্ছে আবার ২৫ হয়ে গেলাম।” এর পর টুইটারের পাতা ভরে যায় শুভেচ্ছা বার্তায়।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ ।
১ নভেম্বর রাতেই তাঁর বাড়ি মন্নতের সামনে লাখো সমর্থকদের ভিড় জমে। সকলেই চান কিং খানকে একবার চোখের দেখা দেখতে। সে ইচ্ছা অপূর্ণ রাখতে চাননি শাহরুখও। বাড়ির বারান্দায় বেরিয়ে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
৫০ পূর্ণ করলেও বলিউড বাদশা এখনো বলিউডকে দাপটের সাথেই আঁকড়ে রেখেছেন। তার সাথে নায়িকা হিসেবে যারা কাজ করেছেন, তারাও শাহরুখের দারুণ ভক্ত। তারা স্বীকার করেন, শাহরুখ নিজেকে এত সহজ করে সবার সামনে আসতে পারেন বলেই তিনি বলিউড রোমান্সের রাজা৷
জন্মদিনে তার নায়িকারা বললেন তাদের চোখে কেমন শাহরুখ৷
প্রীতি জিনতা:  শাহরুখের সঙ্গে যেই থাকবে সেই তরুণ হয়ে যাবে৷ অফুরন্ত এনার্জি৷ আর বাচ্চাদের মতো কৌতূহল৷ কোনও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, শাহরুখ যদি সেটা না জানে, তাহলে ও প্রথমে ভাল করে শুনবে৷ তারপর নিজে নিজেই সে ব্যাপারটা খুঁজে জেনে নেবে৷ আর ‘গেম’ খেলার ব্যাপারে শাহরুখ যে একেবারে বাচ্চাদের মতো, ভিডিও গেম খেলায় বাচ্চাদের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পারেন৷
মাধুরী: ‘আনজাম’ ছবির শুটে শাহরুখকে প্রথম দেখেছিলেন মাধুরী৷ কপালঢাকা চুলে প্রথমে তাঁকে একটু অনভিজ্ঞ, সাদাসিধেই ভেবেছিলেন তিনি৷ কিন্তু শাহরুখ অভিনয়ে প্রমাণ করে দিয়েছিলেন তিনি আসলে কী! শাহরুখ যেমন তাকে তেমনই পছন্দ করেন মাধুরী, শুধু তাঁর একটাই আপত্তি, সিগারেট একটু কম খেলেই পারেন তিনি৷
রাবীনা ট্যান্ডন: এখন বলি-বাদশাকে অনেকে ‘শাহ’ বলে ডাকেন৷কিন্তু বলিউডে প্রথম এই ডাক চালু করেন রবীনা ট্যান্ডন৷ শাহরুখ তার কাছে এমন একজন মানুষ, যিনি কোনও কিছু চাইলে তা পেয়ে তবে ছাড়েন৷ আর একটি কথাও উল্লেখ করেছেন তিনি৷ জানিয়েছেন, বান্দ্রায় যখন প্রথম এসেছিলেন বাদশা তখন যাদের সঙ্গে তার আলাপ হয়েছিল, এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন বাদশা৷
দীপিকা: প্রথমদিন শাহরুখের সঙ্গে দেখা করতে গিয়ে মুখে কথা সরেনি দীপিকা পাড়ুকোনের৷ কিন্তু এখন শাহরুখের সঙ্গে তার সম্পর্কের সমীকরণটাই পালটে গিয়েছে৷ নিজে সুপরাস্টার হলেও শাহরুখ সেরকমই একজন মানুষ যিনি সবকিছু সহজ করে নিতে পারেন৷
আনুষ্কা: একই কথা বলছেন আনুষ্কা শর্মাও৷ প্রথম ছবিতেও এরকম হাই প্রোফাইল নায়ক পেয়েছিলেন তিনি৷ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই এমন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যে, বন্ধুদের মতো পিঠে চাপড় মেরে কথা বলতেও বাধেনি অানুষ্কার৷

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com