Latest News

মহসিন আলী স্মরণে বার্মিংহামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

রাজু আহমেদ, বার্মিংহাম: বীর মুক্তিযোদ্ধা সমাজ কল্যান মন্ত্রী সদ্য প্রয়াত সৈয়দ মহসিন আলী‘র স্মরণে বার্মিংহামে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে এক নাগরিক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা মৌলভীবাজার জেলাবাসী এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে গত ২৮ অক্টোবর বার্মিংহামের বিয়া লাউঞ্জে এই নাগরিক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলামিষ্ট আমিরুল ইসলাম বেলালের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় কমিউনিটি নেতা মোস্তফা কামাল বাবলুর সভাপতিত্বে,নুরুল ইসলাম কিসুল ও রুহুল আমিন খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত ডঃ তজাম্মুল হক টনি এমবিই। প্রধান বক্তা ছিলেন কমরেড মসুদ আহমেদ। বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম মাহবুব,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ,বাংলাদেশী বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের কর্মকর্তা এস এম গোলাম সারোয়ার,যুক্তরাজ্য আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ,বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, আটাশে মার্চ উদযাপন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আলী,প্রবীণ আওয়ামিলীগ নেতা আজির উদ্দিন,আলহাজ্ব বশির মিয়া কাদির,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান মোঃ গাবরু মিয়া,সাধারণ সম্পাদক নাট্যকার তারেক চৌধুরী,মিডল্যান্ডস আওয়ামিলীগের সভাপতি হিফজুর রহমান খান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল,বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান,মৌলভীবাজার জেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম,কমিউনিটি নেতা আবুল হাসান চৌধুরী সাত্তার মিয়া,সুরুজ মিয়া,শেখ মোহাম্মদ আব্দুল গফুর,মোঃ আনা মিয়া,মুহিবুল হাসান,অধ্যাপক শাকিরুর রহমান চৌধুরী শাহিন,রহমত আলী,ফখরুল ইসলাম,নুরুল আবসার টিটু,জুবেদ আলী,নারী নেত্রী সৈয়দা নাজনীন আক্তার শিখা,জাসদ নেতা সোহেল আহমেদ চৌধুরী,বার্মিংহাম উদীচির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক,গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ফারুক আহমেদ,গ্রেটার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন কভেন্ট্রির সভাপতি নাজমুল মিয়া,সাধারণ সম্পাদক ও চ্যানেল আই কভেন্ট্রি প্রতিনিধি আব্দুল হান্নান,মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলূ,সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমেদ চৌধুরী,আব্দুল হাফিজ কানু,হবিগঞ্জ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোন্তাকীম,ব্যবসায়ী আব্দুল মুকিত মিয়া, এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম, চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। সভায় বক্তারা মৌলভীবাজার জেলার কৃতি সন্তান সৈয়দ মহসিন আলী‘র উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর মৃত্যুতে শুধু মৌলভীবাজার জেলাবাসী আর বৃহত্তর সিলেটবাসী নয়;সারা দেশ,সারা জাতি একজন সত্যিকারের দেশপ্রেমিক জনদরদী মানুষকে হারালো। তাঁর শূন্যতা কোনোভাবে পূরণ হবার নয়। সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে, মহসীন আলীর মৃত্যুতে শুন্য হওয়া মৌলভীবাজার সদর রাজনগর আসনের আসন্ন উপনির্বাচনে মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনকে আওয়ামীলীগের মনোনয়ন দেবার দাবি জানান। সবশেষে মৌলানা আব্দুর রশীদের পরিচালনায় সৈয়দ মহসিন আলী‘র রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com