এসবিএন ডেস্ক : প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশিদের হতাহত হওয়ার কোন তথ্য মেলেনি। সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়লে প্যারিসের প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি বাংলাদেশের স্বজনরাও চিন্তিত হয়ে পড়েন। অনেকেই ফোন, ফেসবুক-এ যোগাযোগ করছেন। প্রিয় স্বজনরা যখন জানাচ্ছেন যে তারা নিরাপদে আছেন; তখন তারা চিন্তামুক্ত হচ্ছেন।
২০০৪ সালে স্পেনের মাদ্রিদে সন্ত্রাসী হামলার পর গত ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসের এ ঘটনা ইউরোপের সবচেয়ে ভয়াবহ হামলা- এমনটি দাবি বিবিসি'র। এ হামলায় ১২৮ জন নিহত ও কমপক্ষে ১৮০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। একইসঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
|
ফেসবুকে নিজেদেরকে নিরাপদ হিসেবে জানান দিচ্ছেন অনেকেই |
সন্ত্রাসী এ হামলার পর আতঙ্কের মধ্যে ছিলেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসে বসবাসরত সাংবাদিক
লুৎফুর রহমান বাবু'র সাথে যোগাযোগ করে হলে তিনি এসবিএন-কে জানান, ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর ফ্রান্সে কর্মররত বাংলা মিডিয়ার সাংবাদিকদের কাছে পৌঁছেনি । সাংবাদিক
লুৎফুর রহমান বাবু আরো জানান, হামলার সময় ফ্রান্সের বিখ্যাত স্টাদে দ্য ফ্রান্সে চলছিল ফ্রান্স-জার্মানির হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। তাই বাংলাদেশি কমিউনিটির অনেকে বাইরে থাকলেও তারা ওই স্টেডিয়ামে খেলা দেখায় ব্যস্ত ছিলেন। হামলার খবর পাওয়ার পর দ্রুত নিরাপদ স্থানে চলে আসার চেষ্টা করেন।
আবার অনেকেই কাজে থাকায় কর্মস্থল থেকে জরুরি অবস্থার মধ্যে বাসায় ফিরতে পারেননি। কর্মস্থলেই রাত্রিযাপন করেন। আতঙ্কের মধ্যে থাকলেও সবাই নিরাপদ আছেন।