Latest News

ডিজিটাল পাসপোর্ট নিয়ে প্রবাসিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসবিএন ডেস্ক : প্রবাসি বাংলাদেশিরা যারা এখনও এমআরপি (ডিজিটাল পাসপোর্ট)  নেননি বা পাননি, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারও যদি কিছুই না থাকে, তাহলে ‘ট্রাভেল পারমিট’ ফরম পূরণ করে দূতাবাসে জমা দিলেও দেশে আসতে পারবেন। তিনি গত ২৪ নভেম্বর মঙ্গলবার সাংবাদিকদের আরো  বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাস থেকে সাত দিনে এমআরপি করাতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এমআরপি'র চাহিদা আরও বাড়লেও  তা জোগান দেওয়ার জন্য সরকারের সক্ষমতা আছে উল্লেখ করে বলেন,  পাসপোর্ট অফিসে এখন কাজের চাপ কমে গেছে। ৬৪ জেলায় ৬৮ অফিস আছে। বাংলাদেশে আর বিদেশে আছে ৬০টি অফিস। এসব অফিস থেকে ডেটা নিয়ে আগারগাঁও পাঠিয়ে দেওয়া হয়। আগারগাঁওয়ে আমরা প্রতিদিন ২০ হাজার পাসপোর্ট তৈরি করতে পারি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এর ঘোষণা অনুযায়ী   বিশ্বজুড়ে ভ্রমণে হাতে লেখা পাসপোর্ট এর পরিবর্তে কেবল যন্ত্রে পাঠযোগ্য বা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) গ্রহণযোগ্য হচ্ছে ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com