Latest News

বার্সেলোনায় সুনামগঞ্জ এসোসিয়েশনের সম্মেলন ২২ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি :গামী ২২ নভেম্বর, রবিবার এসোসিয়েশন কুলতোরাল দে সুনামগঞ্জ এন কাতালোনিয়ার সম্মেলন অনুষ্টিত হবে। বার্সেলোনায় Calle Cera 43 স্থানে এ সম্মেলনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবু ইউসুফ কাতালোনিয়ায় বসবাসরত সুনামগঞ্জ প্রবাসীদের নির্ধারিত তারিখে বিকেল ৫টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সম্মেলন সংক্রান্ত ব্যাপারে বা এসোসিয়েশন ব্যাপারে  যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নাম্বারগুলোতে :
৬৩২৬১৮৬৬৬, ৬৩২১৯৬৮০৯, ৬৩২১৯৭৫৫৮, ৬৩২৩৪৮৩৫৪

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com