Latest News

মিলান প্রবাসী বোরহান উদ্দিনের ইন্তেকাল

মিলান প্রতিনিধি: মিলান শাহজালাল এসোসিয়েশন এর ডিরেক্টর এবং মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের কর্মী মোহাম্মদ বোরহান উদ্দিন ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি...রাজেউন)। মিলান প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ বোরহান উদ্দিন গত ১৮ নভেম্বর, বুধবার সকাল ৮:৩০ মিনিটে ট্রেন যোগে কর্মস্থলে যাওয়ার পথে মিলানের দেশীয় স্টেশন - এ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। মরহুমের দেশের বাড়ি সিলেট সদরের তালুকদার পাড়ায় । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। তারা সকলেই বাংলাদেশে বসবাস করেন। উনার লাশ বর্তমানে স্থানীয় দেশীয় হসপিটালে রাখা হয়েছে। বৃহত্তর সিলেট বিভাগের এ কৃতি সন্তানের ইন্তেকালের সংবাদে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। আগামী ২৩/২৪ নভেম্বর মরহুমের লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে উনার পরিবার সূত্রে জানা গেছে। মোহাম্মদ বোরহান উদ্দিন এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন শাহজালাল এসোসিয়েশনের সকল ডিরেক্টার বৃন্দ, উপদেষ্ঠা জসিম উদ্দিন,সিলেট সমিতির সিনিয়র সহ সভাপতি সুয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার, সিলেট সমিতির সাংগঠনিক সম্পদক নাজমুল হোসেন, মামুন আহমেদ সহ সিলেট সমিতির নেতৃবৃন্দ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com