সেলিম আলম, মাদ্রিদ : বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কারো চোখ রাঙ্গানীকে ভয় পাননা। দেশের উন্নয়ন এবং জনগনকে দেয়া অঙ্গীকার পূরণ করতে তার অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত। যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে তার সফলতা মানুষের মনে আস্থা আর চোখে স্বপ্ন এনে দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম (অব: ) এর সন্মানে স্পেন যুবলীগ আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন । গত ১ ডিসেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্টিত এ সভায় বক্তারা বর্তমান সরকারকে বিজয়ের এ মাসে স্বাধীনতা বিরোধীদের কোন রকম ছাড় না দেয়ার আহবান জানান। সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দবির তালুকদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আক্তার হোসেন আতা, জাকির হোসেন, জহিরুল ইসলাম নয়ন, আব্দুল কাইউম সেলিম, জহিরুল ইসলাম, আব্দুল গফুর ফরিদ, আব্দুর রহমান, রিজভী আলম, আয়ুব আলী সুহাগ,ফয়সল ইসলাম, তাপস দেবনাথ, জসিম উদ্দিন, রুবেল খান, মোহাম্মেদ সবুজ, শামিম আহমেদ প্রমূখ । প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে; তা দেখে অনেকেই হিংসান্বিত হচ্ছে। তাই দেশ ও বিদেশে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকলকে চোখ- কান খোলা রেখে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করারও আহ্বান জানান সংবর্ধিত অতিথি।