সেলিম আলম, মাদ্রিদ : মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েসন ইন স্পেন এর উদ্যোগে 'বিজয় দিবস' শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে অনুষ্টিত আলোচনা সভায় বিজয়ের স্মৃতি গাঁথা ইতিহাস আর নয় মাস ব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র তোলে ধরে বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ গনি ওসমানীর বিচক্ষনতার কারনেই জাতি দ্রুত একটি লাল সবুজের পতাকা আর স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে ওসমানীকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছেনা। গ্রেটার সিলেট এসোসিয়শন ইন স্পেনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সিপার আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশফাকুল হক চৌধুরী, মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, সুহেল আহমেদ সামসু প্রমূখ। আলোচনা শেষে মুক্তি যুদ্ধে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।