সেলিম আলম, মাদ্রিদ : একাত্তরে বাংলাদেশে গণহত্যা অস্বীকার ও বাংলাদেশের অাভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে প্রজন্ম ৭১ স্পেন শাখার উদ্যোগে পাকিস্তান দূতাবাসের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছ। গত ২৮ ডিসেম্বর বিকালে মাদ্রিদে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে প্রচন্ড ঠান্ডা এবং বৃষ্টি উপেক্ষা করে প্রজন্ম ৭১ আয়োজিত বিক্ষোভ সমাবেশে অসংখ্য বাংলাদেশী অংশগ্রহণ করে। একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা এবং দুই লক্ষ মা বোন কে নির্মম নির্যাতন করা হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, পাকিস্তান বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র করছে। তারা একাত্তরে গন হত্যার জন্য পাকিস্তানের সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবী জানান। প্রজন্ম ৭১ এর স্পেন শাখার আহবায়ক রিজভী আলমের সভাপতিত্ব এবং সদস্য সচিব তারিক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাকির হোসেন, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, বদরুল আলম, দবির তালুকদার ,আবদুল কাদের, আজম কাল, রুবেল খান, রফিকুল ইসলাম, আকতার হোসেন, শাখায়াত বাবলু, মোঃ জাকির হোসেন, সুমন নূর, সবুজ প্রমুখ। প্রজন্ম ৭১ এর পূর্বঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপলক্ষে মাদ্রিদ পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় । মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে স্পেনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করতে চাইলে দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহনে অপরাগতা প্রকাশ করা হয়। পরে প্রজন্ম ৭১ এর নেতৃবৃন্দ ডাকযোগে পাকিস্তান দূতাবাস বরাবরে স্মারকলিপি প্রেরন করেছেন বলে জানা গেছে।