সেলিম আলম, মাদ্রিদ : স্পেনে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে বাংলাদেশের ৪৫ তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর মাদ্রিদস্থ দূতাবাসের কার্য্যালয় হলে বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের বানিজ্যিক সচিব নাবিদ শাহি উল্লাহ ও প্রথম সচিব শরিফুল ইসলাম। বিজয় দিবসের এ অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, শাকিল খান পান্না, মজাম্মেল হক তারেক, আশফাকুল হক চৌধুরী ,কামরুজ্জামান সুন্দর, জহিরুল ইসলাম নয়ন, জাকির হোসেন, একেএম জহিরুল ইসলাম, দুলাল শাফা, রিজভী আলম, বাংলাদেশ এসসোসিয়েশনের সাবেক সভাপতি রবিন প্রমূখ। আলোচনা সভায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার স্পেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির কাছে সহযোগিতা চেয়ে বলেন, যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন হয়েছিল; তা বাস্তবায়নের লক্ষে এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে । অালোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।