সেলিম আলম, মাদ্রিদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তাভাবনা আর দৃঢ় মনোবলের কারনেই বিশ্বে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিনত হতে চলেছে। ৪৪ তম বিজয় দিবস উপলক্ষে স্পেন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গত ২১ ডিসেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব রিজভী আলম। মুক্তিযুদ্ধে বিজয়েরর লাল সবুজ পতাকা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বস্থরে পৌঁছে দেয়ার উপর গুরুত্ব আরোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএম রবিন, গোলাম মোস্থফা জাহাঙ্গীর, দুলাল শাফা, জাকির হোসেন, বদরুল ইসলাম, দবির তালুকদার, আব্দুল কাদির, আক্তার হোসেন, আলমগীর হোসেন, রুবেল খান, মোহাম্মেদ ইসলাম, নুর মিয়া, হাসানুজ্জামান ইকবাল, সবুজ আলম, বাদল মুন্সি, মুরাদুজ্জামান, হাবিবুর রহমান, বকুল খান, হান্নান মিয়া, সুমন নুর, মোহাম্মেদ রাসেল প্রমূখ । বক্তারা জাতীয় দিবসগুলোতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন। সভায় সকল শহীদদের রুহের মাগফেরাতও কামনা করা হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্টান উপস্থিত সবাই উপভোগ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্টান উপস্থিত সবাই উপভোগ করেন।