Latest News

নির্বাচনে অংশগ্রহণের আগেই বিএনপি'র হেরে যাওয়া পুরোনো অভ্যাস

এসবিএন ডেস্ক:  বিএনপি'র আন্দোলন নিয়ে ব্যঙ্গ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যেকোন নির্বাচনে অংশগ্রহণের আগেই বিএনপি হেরে যায়। এটা তাদের পুরোনো অভ্যাস। বহুবার শুনে এসেছি বিএনপি আন্দোলন করবে। বলা হলো- উপজেলা নির্বাচনের পর আন্দোলন হবে, এরপর সিটি করপোরেশনের পর সরকার বঙ্গোপসাগরে চলে যাবে।’  গত ২৬ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর।’
তিনি বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনে হেরে গেলে সরকারের মাথায় আকাশ ভেঙে পড়বে না। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, এজন্য শঙ্কার কোনো কারণ নেই।’
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের চোর বানাতে চেয়েছিল। কিন্তু আমরা নিজেদের ২৮ হাজার কোটি টাকায় পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করে প্রমাণ করে দিয়েছি যে, আমরা বীরের জাতি।’

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com