Latest News

বিজয় দিবস উপলক্ষে স্পেন অা'লীগের আলোচনা সভা : যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

সেলিম আলম, মাদ্রিদ : যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন এবং উন্নয়েনের গতিধারা অব্যহত রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে স্পেন আওয়ামীলীগের উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবস । গত ১৮ ডিসেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন। মুক্তি যুদ্ধের গৌরবময় ইতিহাস বর্ননা করে বক্তব্য রাখেন এ কে এম জহিরুল ইসলাম, ফয়জুর রহমান, দুলাল শাফা, আব্দুল গফুর ফরিদ, আব্দুর রহমান, সেলিম রেজা, আয়ুব আলী সুহাগ, ফয়সল ইসলাম , তাপস দেবনাথ, জসীম উদ্দিন, মামুন হাওলাদার, সুমন  প্রমূখ । বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ  প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। প্রবাসে বেড়ে ওঠা শিশুদেরকে জাতীয় দিবস গুলোতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান আয়োজনের মাধ্যমে দেশপ্রেম সৃষ্টি করতে হবে। সভায় বক্তারা মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com