Latest News

বিজয় দিবস উপলক্ষে স্পেন বিএনপি'র আলোচনা সভা অনুষ্টিত

সেলিম আলম, মাদ্রিদ: একাত্তরে বিজয় অর্জিত হলেও বর্তমানে  বাংলাদেশর জনগন পূর্ন স্বাধীন নয়; বর্তমান সরকারের কার্যক্রম অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিনত করবে। তাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তারেক জিয়ার নেতৃত্বে অাওয়ামীলীগ সরকার পতনেরর  আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মহান বিজয় দিবস  উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন শাখার উদ্যোগে  আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন।
গত ১৬ ডিসেম্বর, বুধবার মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে অনুষ্টিত এ  সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপি'র আহ্বায়ক ডাঃ দুলাল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি'র প্রাক্তন সভাপতি খোরশেদ আলম মজুমদার। স্পেন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন লুৎফুরের পরিচালনায় বিজয় দিবসের তাৎপর্য, বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নুর হোসেন পাটয়ারী, আবুল কাসেম, সুহেল ভুইয়া, মিজানুর রহমান বিপ্লব, রমিজ উদ্দিন, সোহেল আহমদ শমছু, মিলান রোমান দিদার, হাজী জসিম, ফখরুল হাসান, আবু জাফর রাসেল, হুমায়ূন কবির রিগ্যান প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com