Latest News

এসএ টিভি'র ৩য় বর্ষপূর্তিতে স্পেনে আনন্দ সভা

এসবিএন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এসএ টিভি'র তৃতীয় বর্ষপূর্তিতে স্পেনে আনন্দ সভার আয়োজন করা হয়। গত ২০ জানুয়ারি পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় একটি হলে বাঙালী কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। পরে এসএ টিভি'র স্পেন প্রতিনিধি লোকমান হোসেনের সভাপতিত্বে ও চ্যানেল এস এর স্পেন প্রতিনিধি আফাজ জনির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা বলেন, এস এ টিভি বিভিন্ন বৈচিত্র্যময় অনুষ্টানমালা প্রচারের পাশাপাশি প্রবাসের সংবাদ পরিবেশন করে বিশ্বজুড়ে প্রবাসীদেরও মন কেড়ে নিয়েছে। এসএ টিভি'র শ্লোগানের সাথে সুর মিলিয়ে বক্তারা আরো বলেন, আমরাও সাথে  আছি  সবসময়।

এসএ টিভি'র জন্মদিনের আনন্দ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের উপদেষ্টা  আব্দুল বাছিত কাওছার,  কাতালোনিয়া  আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আলম, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম , সিলেট ডিভিশনের এ আর লিটু, মামুন আহমেদ, তৌফিকুজ্জামান সহজ, কামরুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমূখ ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com