Latest News

স্পেন বিএনপি‘র উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

সেলিম আলম, মাদ্রিদ : বিএনপি‘র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপি এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গত ২০ জানুয়ারি মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় জিয়াউর রহমানের বর্ণীল রাজনৈতিক জীবন পর্যালোচনার পাশাপাশি বক্তারা আওয়ামীলীগের রাজনৈতিক নেতাদের বুদ্ধিমত্ত্বার অভাব রয়েছে মন্তব্য করে আরও বলেন, নিজেদের নেতাকে শ্রদ্ধা জানাতে হলে জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি বন্ধ করুন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই মেজর জিয়াউর রহমানকে সম্মানের আসনে রেখেছিলেন।স্পেন বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান নাসিমের সভাপতিত্বে এবং শরিফ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেন বিএনপি‘র সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান, সুহেল ভুইয়া, মিল্টন ভুঁইয়া কচি, সেলিম মিয়া প্রমূখ।
সভায়  স্পেন বিএনপি‘র নেতৃবৃন্দ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com