Latest News

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ফ্রান্সে প্রবাসী সিলেটবাসীর আনন্দ উচ্ছাস : সুরমা নদীর উপর ঝুলন্ত ব্রিজ নির্মানের দাবী

লুৎফুর রহমান বাবু, প্যারিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে  আগমন উপলক্ষে সিলেটে এখন সাজ সাজ রব। তার আগমনকে ঘিরে আনন্দ সভা,পথ সভা ,মিছিল মিটিংয়ের কোন কমতি নেই এখন সিলেটে। এদিকে সেই আনন্দের ঢেউ লেগেছে প্রবাসেও। ফ্রান্সে বসবাসরত সিলেটের প্রবাসী বাংলাদেশীরা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের সোনার বাংলা রেষ্টুরেন্টে গত ২০ জানুয়ারী, বুধবার আয়োজন করেন এক আনন্দ সভার।
ফ্রান্স আওয়মীলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নজির মিয়া কামালির পরিচালনায় ও সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতি ও ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের সভাপতিত্বে এ আনন্দ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, বিশেষ অথিতির বক্তব্য রাখেন  ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম,  সর্বো ইউরোপীয় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সুনামগঞ্জের সাবেক প্যানল মেয়র জসীম উদ্দিন মারুফ ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, ফ্রান্স আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক সেলিম ওয়াদা সেলু,  সিলেট বিভাগ সমাজকল্যান সমিতির সহ সভাপতি ফয়সল আহমেদ বেলাল, এমদাদুল হক স্বপন, কামাল আহমদ, সালেহ আহমেদ, সেলিম আল দিন, হাসান সিদ্দিকি, সুমন, আইয়ুবুর প্রমূখ।
এ সময় বক্তারা শেখ হাসিনার এবারের সিলেট সফরে সিলেটকে পর্যটন নগরী ঘোষনারও দাবী জানান।
 পরে  ফ্রান্স প্রবাসী সিলেটের নেতাকর্মীরা আনন্দ প্রকাশের অংশ হিসাবে একে অন্যকে মিষ্টি খাওয়ান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com