Latest News

কাতালোনিয়া বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠিত

এসবিএন ডেস্ক : স্পেনে কাতালোনিয়া বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়োছে। গত ১৭ জানুয়ারী বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্টিত আলোচনা সভায় কাতালোনিয়া বিএনপি'র সাবেক সভাপতি নূরুল ইসলামকে আহ্বায়ক এবং মনোয়ার পাশা, শফিউল আলম, হারুন রশীদ, হাবিবুল্লাহ আনিস, আজমল আলী, ফরহাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শাহজাহান আহমদ, শামীম আহমেদ, সাজ্জাদুর রহমান, ফয়ছল আহমদ, আলমগীর তাজ, সামসুল ইসলাম। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিএনপি'র  সকল নেতাকর্মীদের নিয়ে  পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়। আহ্বায়ক কমিটি গঠনপূর্ব আলোচনায় কাতালোনিয়া বিএনপি'র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে দলীয় কার্যক্রমকে গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com