Latest News

ফ্রান্সে জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী পালিত

আবু তাহির, প্যারিস : গত ১৯ জানুয়ারি ফ্রান্স বিএনপি‘র উদ্যোগে পখত দু  লাসাপেলের এক অভিজাত  হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,  জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন  বলেই শেখ হাসিনা বাংলাদেশের উন্মুক্ত আলো বাতাসে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।
ফ্রান্স বিএনপি‘র সভাপতি সৈয়দ সাইফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি‘র সহ সভাপতি শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক খান জালাল, সহ সভাপতি সানাউর হোসেন, সহ সভাপতি তাসলিম উদ্দিন, সহ সাধারন সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক শ্যামল দাশ সানী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী,  রুবি আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, শেখ হাসিনার কৃতজ্ঞতাবোধ নেই বলেই দম্ভো করে বলেন - জিয়াউর রহমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি ও তার গড়া দল বিএনপি অবৈধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।  ১/১১ ষড়যন্ত্রকারীরা সরকারের সহযোগিতায় কামরুল হাসান নাছিমের মাধ্যমে বিএনপি‘কে ভাঙ্গার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি ভাঙ্গার সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলেও জানান বক্তারা। আলোচনা সভা শেষে নেতা কর্মীরা জিয়াউর রহমানের জন্মদিনের কেক কাটেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com