বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন আমপারো রোডের এ দোকানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মাদ্রিদের কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
ফেরেতেরিয়া ও ফন্তানেরিয়া বিভাগে মাদ্রিদে এটিই প্রথম বাংলাদেশি দোকান। ফেরেতেরিয়া ও ফন্তানেরিয়া‘র যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে এ দোকান থেকে ক্রয় করা যাবে।
পাশাপাশি অভিজ্ঞ টেকনেশিয়ান দ্বারা কাজ করে দেয়ার কথাও জানিয়েছেন এ ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার রমিজ উদ্দিন।