এসবিএন ডেস্ক : লন্ডনের বাইরে এই প্রথমবারের মতো ব্যাপক পরিসরে নানা আয়োজনে বার্মিংহামের বাংলা মেলা আগামী ৮ মে ঐতিহাসীক স্মলহীথ পার্কে অনুষ্ঠিত হবে। গত ১৩ মার্চ বার্মিংহামের বিয়া লাউঞ্জে বৃটেনের বাংলা মিডিয়া ও মূলধারার বিভিন্ন সংবাদকর্মী ও কমিউনিটির নেতৃস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলা মেলা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বাংলা মেলার আয়োজনের আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়। বাংলা মেলা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলা মেলা আয়োজনের ঘোষনা দেন চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড়, জাতি স্বত্বার অস্থিত্ব বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে সবার্গ্রে তুলে ধরে ব্যাপক পরিসরে শুধু বার্মিংহাম নয়; সমগ্র বৃটেনের বাঙালী কমিউনিটির শিশু কিশোর, মহিলাসহ ছোট-বড় সকলের নির্মল আনন্দ আর সুস্থ্য বিনোদনের জন্য ব্যাপক পরিসরে একটু অন্যরকম গ্রুপের পক্ষ থেকে আগামী ৮ মে বার্মিংহামের ঐতিহাসিক স্মলহীথ পার্কেই বাংলা মেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা মেলা’য় ষোলো আনা বাঙালীয়ানা ছোঁয়া আর ভিন্ন ভিন্ন স্বাদের নানা ব্যতিক্রমধর্মী পরিবেশনা ছাড়াও বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পি ক্লোজ আপ ওয়ানের সালমা, চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ আশা, আমেরিকা থেকে ইমতিয়াজ বাবু এবং বৃটেন ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পিরা অংশ নেবেন। বৃটেনের বিভিন্ন শহরের কমিউনিটির নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণ থাকবে মেলায়। শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকবে নানা রাইড, বিপুল সংখ্যক ষ্টল, মেলার দিন রং-বেরং এর বাহারী পোষাকের পরিধানে আকর্ষণীয় র্যালি এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লাইভ রেসলিং ও বাংলাদেশী মহিলাদের ধামাইল গান। এসময় জানানো হয়, শুধু ব্রিটেন নয় সমস্থ ইউরোপের মধ্যে বার্মিংহামের বাংলা মেলাকে বাঙালীদের সর্ববৃহৎ একটি মিলনা মেলা হিসেবে রূপান্তরিত করতে বাংলা মেলা পরিচালনা পর্ষদ নানাভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে বাংলা মেলা‘র মতো বিশাল এই আয়োজনকে স্বার্থক করে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়।
এসময় ইউরোপের প্রথম বাংলা টিভি চ্যানেল (স্কাই ৭৮৬) বাংলা টিভির পক্ষে বাংলা মেলা বাংলা টিভিতে লাইভ সম্প্রচারের ঘোষনা দেন নাট্যকার তারেক চৌধুরী। বক্তব্য রাখেন লীড স্পন্সর বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের মীর মোহাম্মদ সাইদুল, অন্যতম মিডিয়া পার্টনার বাংলা কাগজে‘র চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান, বার্মিংহামের দুই বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নওয়াজ আলী, বাংলা মেলা পরিচালনা কমিটির পক্ষে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ ও সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী, অপারেশন ম্যানাজার রবিউল ইসলাম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী, লন্ডন বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও উপস্থাপক শেবুল চৌধুরী, চ্যানেল আইয়ের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল, এটিএন বাংলা ইউকে‘র বার্মিংহামের সাবেক প্রতিনিধি সংস্কৃতিকর্মী আজিজুর রহমান হীরণ, ক্রীড়ালোকের যুক্তরাজ্য প্রতিনিধি সুহেল আহমেদ, বাংলা ভয়েসের জিয়া তালুকদার, কলামিষ্ট ম আ কাদির ও আমিরুল ইসলাম বেলাল, সাংবাদিক আব্দুল লতীফ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহবায়ক কাজী আঙ্গুর মিয়া, বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী ও মোস্তফা কামাল বাবলু, উপ-প্রচার সম্পাদক রহমত আলী, সদস্য আবুল কালাম আজাদ,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, কমরেড মসুদ আহমেদ, বার্মিংহাম উদীচির সহ-সভাপতি নুুরুল ইসলাম কিসলু ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের উপদেষ্টা রোকেয়া বেগম, গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুক্তরাজ্য জাতীয় যুব-সংহতির সাধারন সম্পাদক মনসুর আলম, মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আছকির উদ্দিন দুলু, যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু আম্বিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, ডাঃ এম এ খালিক, গোলাপগঞ্জ সমাজ-কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নারী নেত্রী শিমুল খোন্দকার, সঙ্গীত শিল্পি রোজী সরকার, কবি তামান্না জায়গীরদার, টিভি উপস্থাপিকা শিমি রহমান, সংস্কৃতি কর্মী লুৎফুর রহমান লুকু,
সোরমান আহমেদ, বন্ধু মহলের শাহ আব্দুল মতিন, সুরত মিয়া, সেলিম আহমেদ, বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্টের বাহার উদ্দিন, রহমত আলী, স্পেনের বার্সেলোনা থেকে আগত জাহেদ উদ্দিন সাজু, চৌধুরী মোহাম্মদ মুসা, মুহিবুর রহমান, কয়ছর আহমেদ, লিটন আহমেদ, সাহেদ আহমেদ, একটু অন্যরকম গ্রুপের জুবেদ আলী, কবীর আহমেদ, সুহেল সাহা, নুরুল আবসার টিটু, আতিক মিয়া, আবু তাহের, মামুনুর রশীদ, আব্দুল মুহিত, মাহবুব আলম, শাহানুর, শেবুল, ব্যবসায়ী লোকমনা চৌধুরী, স্পন্সরদের মধ্যে সলিসিটর শাম উদ্দিন, এক্সিডেন্ট ইনজুরী এসোসিয়েটের আবুল এম চৌধুরী সুমন, বাঙালী নিরাপত্তাকর্মী মইন উদ্দিন, ডিজি ক্রিয়েশনের সুহলে চৌধুরী প্রমূখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা মেলা’য় ষোলো আনা বাঙালীয়ানা ছোঁয়া আর ভিন্ন ভিন্ন স্বাদের নানা ব্যতিক্রমধর্মী পরিবেশনা ছাড়াও বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পি ক্লোজ আপ ওয়ানের সালমা, চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ আশা, আমেরিকা থেকে ইমতিয়াজ বাবু এবং বৃটেন ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পিরা অংশ নেবেন। বৃটেনের বিভিন্ন শহরের কমিউনিটির নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণ থাকবে মেলায়। শিশু কিশোরদের বিনোদনের জন্য থাকবে নানা রাইড, বিপুল সংখ্যক ষ্টল, মেলার দিন রং-বেরং এর বাহারী পোষাকের পরিধানে আকর্ষণীয় র্যালি এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লাইভ রেসলিং ও বাংলাদেশী মহিলাদের ধামাইল গান। এসময় জানানো হয়, শুধু ব্রিটেন নয় সমস্থ ইউরোপের মধ্যে বার্মিংহামের বাংলা মেলাকে বাঙালীদের সর্ববৃহৎ একটি মিলনা মেলা হিসেবে রূপান্তরিত করতে বাংলা মেলা পরিচালনা পর্ষদ নানাভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে বাংলা মেলা‘র মতো বিশাল এই আয়োজনকে স্বার্থক করে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়।
এসময় ইউরোপের প্রথম বাংলা টিভি চ্যানেল (স্কাই ৭৮৬) বাংলা টিভির পক্ষে বাংলা মেলা বাংলা টিভিতে লাইভ সম্প্রচারের ঘোষনা দেন নাট্যকার তারেক চৌধুরী। বক্তব্য রাখেন লীড স্পন্সর বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের মীর মোহাম্মদ সাইদুল, অন্যতম মিডিয়া পার্টনার বাংলা কাগজে‘র চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান, বার্মিংহামের দুই বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নওয়াজ আলী, বাংলা মেলা পরিচালনা কমিটির পক্ষে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন ও বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ ও সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী, অপারেশন ম্যানাজার রবিউল ইসলাম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী, লন্ডন বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও উপস্থাপক শেবুল চৌধুরী, চ্যানেল আইয়ের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল, এটিএন বাংলা ইউকে‘র বার্মিংহামের সাবেক প্রতিনিধি সংস্কৃতিকর্মী আজিজুর রহমান হীরণ, ক্রীড়ালোকের যুক্তরাজ্য প্রতিনিধি সুহেল আহমেদ, বাংলা ভয়েসের জিয়া তালুকদার, কলামিষ্ট ম আ কাদির ও আমিরুল ইসলাম বেলাল, সাংবাদিক আব্দুল লতীফ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহবায়ক কাজী আঙ্গুর মিয়া, বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী ও মোস্তফা কামাল বাবলু, উপ-প্রচার সম্পাদক রহমত আলী, সদস্য আবুল কালাম আজাদ,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, কমরেড মসুদ আহমেদ, বার্মিংহাম উদীচির সহ-সভাপতি নুুরুল ইসলাম কিসলু ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের উপদেষ্টা রোকেয়া বেগম, গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুক্তরাজ্য জাতীয় যুব-সংহতির সাধারন সম্পাদক মনসুর আলম, মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আছকির উদ্দিন দুলু, যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু আম্বিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, ডাঃ এম এ খালিক, গোলাপগঞ্জ সমাজ-কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নারী নেত্রী শিমুল খোন্দকার, সঙ্গীত শিল্পি রোজী সরকার, কবি তামান্না জায়গীরদার, টিভি উপস্থাপিকা শিমি রহমান, সংস্কৃতি কর্মী লুৎফুর রহমান লুকু,
সোরমান আহমেদ, বন্ধু মহলের শাহ আব্দুল মতিন, সুরত মিয়া, সেলিম আহমেদ, বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্টের বাহার উদ্দিন, রহমত আলী, স্পেনের বার্সেলোনা থেকে আগত জাহেদ উদ্দিন সাজু, চৌধুরী মোহাম্মদ মুসা, মুহিবুর রহমান, কয়ছর আহমেদ, লিটন আহমেদ, সাহেদ আহমেদ, একটু অন্যরকম গ্রুপের জুবেদ আলী, কবীর আহমেদ, সুহেল সাহা, নুরুল আবসার টিটু, আতিক মিয়া, আবু তাহের, মামুনুর রশীদ, আব্দুল মুহিত, মাহবুব আলম, শাহানুর, শেবুল, ব্যবসায়ী লোকমনা চৌধুরী, স্পন্সরদের মধ্যে সলিসিটর শাম উদ্দিন, এক্সিডেন্ট ইনজুরী এসোসিয়েটের আবুল এম চৌধুরী সুমন, বাঙালী নিরাপত্তাকর্মী মইন উদ্দিন, ডিজি ক্রিয়েশনের সুহলে চৌধুরী প্রমূখ।