Latest News

মাদ্রিদে বাংলা সেন্টারের উদ্বোধন ৪ এপ্রিল

প্রেস বিজ্ঞপ্তি : স্পেনের মাদ্রিদের লাভাপিয়েসে মানি ট্রান্সফার ও ট্রাভেল্স এর দোকান ‘বাংলা সেন্টার’ এর উদ্বোধন হবে আগামী ৪ এপ্রিল। সততা, বিশ্বস্ততা এবং কমিউনিটির সেবা করার অঙ্গীকার নিয়ে ‘বাংলা সেন্টার’ কাজ করবে বলে জানিয়েছেন বাংলা সেন্টার এর পরিচালক কবির আল মাহমুদ। তিনি আরো জানান, মাদ্রিদ প্রবাসী বাংলাদেশিদের  ‘এক দোকানেই সব কিছ’ু সেবা প্রদানের জন্য মানি ট্রান্সফার ও ট্রাভেল্স এর পাশাপাশি কার্গো, কুরিয়ার সার্ভিস, ইমিগ্রেশন ল‘ সার্ভিস, ইংরেজি – স্প্যানিশ অনুবাদ, স্প্যানিশ ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স, ফটো স্টুডিও, ওয়ার্ল্ডওয়াইড মোবাইলে ফ্ল্যাক্সিলোড সহ বিবিধ সেবা প্রদান করা হবে। আগামী ৪ এপ্রিল, সোমবার রাত ৯:৩০ ঘটিকায় বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের ৩৫ নং দোকানে ‘বাংলা সেন্টার’ এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য  অনুরোধ জানিয়েছেন ‘বাংলা সেন্টার’ এর অন্যতম পরিচালক নাজমুল হক রাজু ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com