Latest News

মিলানে বৃহত্তর সিলেট সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নাজমুল হোসেন, মিলান : ইতালীর মিলানে প্রথম আঞ্চলিক সংগঠন ইউনাইটেড সিলেট সোশ্যাল এন্ড  কালচারাল এসোসিয়েশন অফ বাংলাদেশ এর  ১১তম দ্বিবার্ষিক সম্মেলন এবং নব গঠিত কার্যকরী ও উপদেষ্ঠা পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দ্বিবার্ষিক সম্মেলনে জামিল আহমেদকে সভাপতি, রয়েল তালুকদারকে সাধারণ সম্পাদক ও মুমিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপদেষ্টা জিনু মিয়া।
গত ১৩ মার্চ মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে আব্দুল বাছিত দলই ও নাজমুল হোসেনের যৌথ পরিচালনায়  অভিষেক অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আবু সাইদ বাহার। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অভিষেক অনুষ্ঠান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট এর কনসাল মোহাম্মদ রফিকুল করিম, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলানের পি ডি সেক্রেটারি ডিয়ানা দে মারকি, ভিল্লা আমান্তিয়া এসোসিয়েশনের পরিচালক ড: ফ্রান্সেসকা ইয়াকুচ্ছ, এসোসিয়েশনের সেক্রেটারি ডা: চিপল্লা ফেদেরিকা।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি জামিল আহমেদ। সভায় বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, মিলান বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহম্মদ মনির, কমিউনিটি নেতা আকরাম হোসেন, লিটু  হাওলাদার, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি  হারুন উর রশিদ, বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম জুয়েল, কুমিল্লা এসোসিয়েশনের সাবেক সম্পাদক হানিফ শিপন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালীর সাংগঠনিক সম্পাদক শাহ আলম, লুকানিয় এসোসিয়শনের তোফায়েল আহমেদ খান তপু, সিলেট সমিতির সম্পাদক রয়েল তালুকদার, উপদেষ্টা কবির মিয়া, সিনিয়র সহ সভাপতি তাওহিদ আব্দুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাছিম আহমদ,মামুন আহমদ,অলিউর রহমান প্রমুখ।
নব গঠিত কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দরা ইউনাইটেড সিলেট সোশ্যাল কালচারাল এসোসিয়েশন অফ বাংলাদেশ মিলান ইতালীর উত্তররোত্তর সফলতা কামনা করেন এবং সমিতির সকল কার্যক্রমে পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান লোম্বার্দিয়া আওয়ামিলীগ, বিএনপি, মহানগর আওয়ামিলীগ, যুবলীগ, যুবদল, সেচ্ছাসেবক দল, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, পেশাজীবি লীগ, ইসলামিক ফোরাম মিলান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি, নোয়াখালী সমিতি, কুমিল্লা সমিতি, সুনামগঞ্জ কল্যাণ সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দরা ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com