Latest News

স্পেন আ‘লীগের ৭ মার্চ পালন

সেলিম আলম, মাদ্রিদ :  ‘আমি যদি হুকুম দিবার না ও পারি, তোমাদের যা কিছু আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ৭ই মার্চের ভাষণই ছিল বাংলার জনগনের নয় মাস ব্যাপি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের মূল প্রেরণা। স্পেন আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গত ৭ মার্চ মাদ্রিদের রাজপুত রেষ্টুরেন্টে আব্দুল গফুর ফরিদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়নের পরিচালনায় আলোচনা সভায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ন উল্লেখ করে বক্তব্য রাখেন  একেএম জহিরুল ইসলাম, আমান উল্লাহ বাদল, ফয়জুর রহমান, আব্দুর রহমান, আয়োব আলী সোহাগ, সেলিম রেজা, আজম খান, মামুন হাওলাদার, জসিম উদ্দিন, মোহাম্মেদ ইসলাম  প্রমূখ। বক্তারা ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বিশ্লেষন করে বলেন, সেই মহান নেতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ  উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com