এসবিএন ডেস্ক : স্পেনের মাদ্রিদে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় মানি ট্রান্সফার, ট্রাভেল সার্ভিসসহ বিবিধ সেবা প্রদান করার লক্ষ্যে বাংলা সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। গত ৪ এপ্রিল বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা কাগজ এর স্পেন উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার বাংলা সেন্টার এর উদ্বোধন করেন। এসময় বাংলা সেন্টার পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও বাঙালী কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা সেন্টার এর উদ্বোধন উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদের খতিব শরফ উদ্দিন আজাদ। বাংলা সেন্টার এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য কবির আল মাহমুদ ও নাজমুল হক রাজু জানান, মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষ্যেই বাংলা সেন্টার এর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সর্বোচ্চ রেটে বিশ্বস্ততার সাথে দেশে অর্থ প্রেরণ, সুলভ মূল্যে এয়ার টিকেট প্রদানের পাশাপাশি আইনি সেবা প্রদান করার জন্য মাদ্রিদের বিশেষজ্ঞ আইনবিদ নিযুক্ত করা হয়েছে। এখানে স্প্যানিশ ল্যাংগুয়েজ কোর্সও করানো হবে। প্রবাসী বাংলাদেশীরা এ থেকে উপকৃত হবেন বলেও পরিচালকদ্বয় আশা প্রকাশ করেন।