এসবিএন ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ কাতালোনিয়ার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩ এপ্রিল, রবিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে ও আ‘লীগ নেতা মুহিবুল ইসলাম কয়েস খানের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয় আওয়ামীলীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা, সাস্কো ফুড্স এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম আলতাফ, বার্সেলোনা আওয়ামীলীগ নেতা শিমুল চৌধুরী, শফিকুর রহমান, খালেদ রহমান, অসীম সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান সহজ, কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি ফটিক মিয়া, সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার, কাইয়ূম আহমদ, আলী আকবর প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্সেলোনার স্থানীয় শিল্পীদের মধ্যে তিথী, দিবা চৌধুরী সঙ্গীত পরিবেশন করে পুরো হল মাতিয়ে রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্সেলোনার স্থানীয় শিল্পীদের মধ্যে তিথী, দিবা চৌধুরী সঙ্গীত পরিবেশন করে পুরো হল মাতিয়ে রাখেন।