Latest News

ইলিয়াস মুক্তি পরিষদ স্পেন এর সভা অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক  :  স্পেনের মাদ্রিদে ইলিয়াস মুক্তি পরিষদ ইন স্পেন এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল মাদ্রিদের স্থানীয় একটি হলে ইলিয়াস মুক্তিপরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছানুর মিয়া ছাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ূন কবির রিগ্যান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বিএনপি‘র সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার। খিজির আহমেদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপি‘র সাবেক প্রধান উপদেষ্টা জিয়াউল ইসলাম জিয়া, স্পেন বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন পাটোয়ারি, সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দিদার, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ ভুঁইয়া, নাছিম আহমদ, বিএনপি নেতা মিল্টন ভুইয়া কচি, নাজমুল ইসলাম নাজু, স্পেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু জাফর রাসেল, ইলিয়াস মুক্তিপরিষদের য্গ্মু আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব বাবুল, স্পেন যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা সিপার, জাকির চৌধুরী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান সরকারের কাছে। নতুবা বাংলাদেশের জনগণ সরকারের গুম, হত্যার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলেও বক্তারা হুশিয়ারি প্রদান করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com