সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : বাংলাদেশে জঙ্গী হামলার প্রতিবাদে স্পেনে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্পেন ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক আবু জাফর রাসেল। হুমায়ূন কবির রিগ্যান ও শিফার আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার মূল শ্লোগান ছিল ‘মাথা তুলো আওয়াজ উঠাও, রূখে দাড়াও বাংলাদেশ’। বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশের জনগন আজ হত্যা, গুম, ধর্ষন আর জঙ্গী হামলা আতঙ্কে বাকরূদ্ধ। অবৈধ সরকারের পতনই পারে বাংলাদেশ জঙ্গিমুক্ত করতে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপি‘র প্রাক্তন সভাপতি খুরশেদ আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: দুলাল আহমেদ, নাজমুল হুসেন নাজু, আব্দুল আওয়াল, ছানুর মিয়া প্রমুখ।