Latest News

তারেক রহমানের উপর মামলার রায়ের প্রতিবাদে স্পেন বিএনপি‘র প্রতিবাদ সভা

সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও এর রায়ের প্রতিবাদে  সভা করেছে স্পেন জাতীয়তাবাদী দল। গত ২১ জুলাই মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা তারেক রহমানকে তারুণ্যের অহঙ্কার ও সুষ্ঠু রাজনীতির ধারক হিসেবে আখ্যায়িত করে আরো বলেন, তারেক রহমানের এ রায় আওয়ামীলীগ সরকারের নোংড়া রাজনীতি ও প্রতিহিংসামূলক আচরণ ফুটে উঠেছে। বক্তারা অভিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। স্পেন বিএনপি‘র আহ্বায়ক ডা: দুলাল আহমদ এর সভাপতিত্বে ও আবু জাফর রাসেলের পরিচালনায় অনুষ্টিত এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপি‘র প্রাক্তন সভাপতি ও ইউরোপ বিএনপি‘র অন্যতম নেতা খোরশেদ আলম মজুমদার, দিদারুল আলম, শরিফ মনির, সৈয়দ নাসিম, ফখরুল ইসলাম, হুমায়ূন কবির রিগ্যান প্রমূখ।   

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com