Latest News

মুস্তাফিজুর রহমান মানিক স্মরনে লন্ডনে শোক সভা ২৬ জুলাই

প্রেস বিজ্ঞপ্তি : জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে‘র ডেপুটি  কনভেনার ও সোয়ানসী  আওয়ামীলীগের সহ সভাপতি  ৭১ এর বীর মুক্তিযোদ্ধা কমিউনিটি নেতা ও সমাজসেবক মুস্তাফিজুর রহমান মানিক এর মৃত্যুতে কেন্দ্রীয় কমিটি  শোক সভার আয়োজন করেছে।
আগামী ২৬ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায় মাইক্রো বিজনেস সেন্টার লন্ডনে অনুষ্ঠিত শোক সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কমিউনিটি নেতা আবদুল আহাদ চৌধুরী ও কেন্দ্রীয় কনভেনার সাংবাদিক মকিস মনসুর আহমদ অনুরোধ জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com