Latest News

ডেনমার্কে আ‘লীগের উদ্যোগে বঙ্গবন্ধু‘র ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সেলিম আলম,  ডেনমার্ক থেকে ফিরে :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয়  শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ডেনমার্ক আওয়ামীলীগ। গত ২৭ আগষ্ট কোপেনহেগেনের একটি হলে রাফায়েতুল হক মিটুর সভাপতিত্বে  এবং মাহবুবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ডেনমার্ক আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারনকারী সকলকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মত করে দেশকে ভালবেসে ডেনমার্ক সহ বহির্বিশ্বে এক হয়ে কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি শ্রী অনীল দাশ গুপ্ত। সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীরা জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেও আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারেনি।

জাতিকে উজ্জীবিত করে দেশকে এগিয়ে নিতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তার সূযোগ্য দু'কন্যা মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে। দেশ এগিয়ে  যাচ্ছে তাদের যোগ্য নেতৃত্বে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্থফা মজুমদার, নাসির উদ্দিন সরকার, লিংকন মোল্লা, সাব্বির আহমেদ, তাইবুর ভুঁইয়া, জাহিদ বাবু, নিজাম উদ্দিন, খুকন মজুমদার, মোহাম্মেদ শহিদ, নাইম বাবু, লিমেন, বুরহান, সামী প্রমুখ। সভায় বিশেষ মোনাজাতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য মাগফেরাত কামনা করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com