Latest News

মাহিদুর রহমান ও আহমেদ আলীকে শুভেচ্ছা জানিয়ে স্পেনে জাতীয়তাবাদী ফোরামের সভা অনুষ্ঠিত

সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : বিএনপি‘র  কেন্দ্রীয় কমিটিতে ইংল্যান্ড প্রবাসী মাহিদুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব প্রবাসী আহমেদ আলী মুকিম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা জানিয়ে স্পেন জাতীয়তাবাদী ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগষ্ঠ, সোমবার মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনটির আহ্বায়ক ছানুর মিয়া ছাদের সভাপতিত্বে এবং  হুমায়ুন কবির রিগ্যান ও সিফার আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ সামসু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম উদ্দিন। সভায় বক্তারা বলেন, বিএনপিকে পুনরুজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মূল্যায়নের বিকল্প নেই। বহির্বিশ্বে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করতে মাহিদুর রহমান ও আহমেদ আলী মুকিমের মতো ত্যাগী নেতাকে  মূল্যায়ন করায় বিএনপি’র নীতি নির্ধরকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু জাফর রাসেল, সাইফুল আলম, ছায়াদ মিয়া, মাহবুব আলম, জাকির চৌধুরী, আসাদ খান, খিজির আহমেদ, রাহেল চোধুরী, আকাশ ফাহমিদ, ফজির আলী নাদিম প্রমূখ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com