সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : একে অন্যের সাথে পরিচয়, সৌহার্দ্য বৃদ্ধি, নবাগতদের সার্বিক সহযোগিতা এবং বাঙ্গালী সংস্কৃতি লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনার লক্ষ্যে স্পেনে সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ আগষ্ঠ, বুধবার মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক খালিকুজ্জামান কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্টিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, জালাল আহমেদ, আবুল কালাম, মাজহারুল ইসলাম, সাকির আহমেদ, সুমেল, লালাশাহ, আফজাল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল মুহিত প্রমূখ। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে খালিকুজ্জামান কামালকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আলী আহমেদকে সাংগঠনিক স¤পাদক ও আফজাল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।