Latest News

মাদ্রিদে গৌছ মুক্তি পরিষদের আলোচনা সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : স্পেনের মাদ্রিদে গৌছ মুক্তি পরিষদ ইন স্পেনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সমাবেশে হবিগঞ্জের জনপ্রিয় মেয়র জিকে গৌছ এর নি:শর্ত মুক্তি দাবি করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর, সোমবার বাংলাদেশ এসোসিয়েশনের হলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গৌছ মুক্তি পরিষদ ইন স্পেনের আহবায়ক সুহেল আহমেদ সামসু। সংগঠনটির সদস্য সচিব ছায়াদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগান, মিলাদুর রহমান, আমিন চৌধুরী প্রমুখ। বক্তারা আওয়ামীলীগ সরকারকে অবৈধ সরকার আখ্যায়িত করে আরো বলেন, গুম হত্যা ও  জেলের মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীদের দমিয়ে রেখে বাংলাদেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করা হয়েছে।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com