Latest News

কুমিল্লা সমিতি‘র আনন্দ ভ্রমণ

এসবিএন ডেস্ক :  স্পেনে কুমিল্লা সমিতির অভিষেক ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সংগঠনটির অভিষেক উপলক্ষে নয়নাভিরাম সমুদ্র সন্নিকটস্থ বেনিদ্রম শহরে  আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। রাজধানী শহর মাদ্রিদ থেকে প্রায় ৫ শ‘   কিলোমিটার দূরে বেনিদ্রম সমুদ্র সৈকতের উদ্দেশে বাস যোগে রওয়ানা হোন কুমিল্লার কয়েকশ‘ প্রবাসী। সেখানে পৌঁছে দিনভর আনন্দ, হৈ হুল্লোড়ে মেতে উঠেন তারা। পরিবার পরিজন নিয়ে তারা উপভোগ করেন অন্যরকম একটি দিন। সৈকতে খাওয়া দাওয়ার পাশাপাশি খেলাধূলা আর সমুদ্র¯œানে মেতে উঠেন সবাই। অভিষেকের বক্তব্যে সংগঠনের সভাপতি মো: রুবেল ও সাধারণ সম্পাদক কাজী স্বপন বলেন, কর্মচঞ্চল প্রবাস জীবনে এরমকম আয়োজন আনন্দ আর স্বস্থির খোরাক যোগায় এবং নিজেদের মধ্যকার ভ্রাতৃত্বকে দৃঢ় করে। সংগঠনটির উপদেষ্টা মোখলেছুর রহমান, মো: মুরাদ ও মো: শফি প্রতি বছর নিয়মিত এরকম আয়োজন করার আহ্বান জানান। কুমিল্লা সমিতির এ আনন্দ ভ্রমণে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুবুল আলম শিপন, মো: হাসেম মেম্বার, নাহিদ আনোয়ারুল, সাইফুল আলম মাছুম, ফোরকান, জাহিদ উদ্দিন, জাকির প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com