এসবিএন ডেস্ক : কোরানের রঙে নিজেকে রাঙিয়ে তুলবো এবং রাসুলের আদর্শে নিজদের গড়ে তুলবো - এ উদ্দেশ্যকে সামনে রেখে গত ৩ সেপ্টেম্বর ২০১৬ স্পেনে বসবাসরত বাঙালী শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠা সাংস্কৃতিক সংগঠন আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর উদোগে ‘হিজল বনে ফুল পাখিরা‘ শিরনামে মাদ্রিদ এয়ারপোর্ট সংলগ্ন খোয়ান কার্লোস পার্কে একটি আকর্ষণীয় বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৬টায় শেষ হয়। কোরান তেলাওয়াত, হামদ ও নাত, ইসলামি সংগীত, একক ও দলীয় পরিবেশনা, ছোট ও বড়দের ফুটবল খেলা প্রতিযোগিতা নিয়ে শিশু কিশোররা সারাদিন ব্যস্ত থাকে। দুপুরে জামাতের সাথে শিশু কিশোরদের নামাজ পড়ানো হয় এবং আকর্ষণীয় খাবার পরিবেশন করা হয়। কোরান পাঠের প্রতি উৎসাহ এবং জামাতে নামাজের অভ্যাস গড়ে তোলার জন্য বাচ্চাদেরকে নিয়ে এই আকর্ষণীয় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের পরিচালক মু. মারুফ বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অফ স্পেনের প্রাক্তন সভাপতি মোর্শেদ আলম, আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর পরিচালক জাহিদুল আলম মাসুদ, মদ্রিদের বিশেষ কমিউনিটি ব্যক্তিত্ব আবু জাফর মজুমদার সায়েম, অহিদুল ঢালী ও বাচ্চাদের অভিবাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে সব প্রতিযোগির মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরন করা হয়।
মাদ্রিদে আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর ‘হিজল বনে ফুল পাখিরা‘
এসবিএন ডেস্ক : কোরানের রঙে নিজেকে রাঙিয়ে তুলবো এবং রাসুলের আদর্শে নিজদের গড়ে তুলবো - এ উদ্দেশ্যকে সামনে রেখে গত ৩ সেপ্টেম্বর ২০১৬ স্পেনে বসবাসরত বাঙালী শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠা সাংস্কৃতিক সংগঠন আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর উদোগে ‘হিজল বনে ফুল পাখিরা‘ শিরনামে মাদ্রিদ এয়ারপোর্ট সংলগ্ন খোয়ান কার্লোস পার্কে একটি আকর্ষণীয় বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৬টায় শেষ হয়। কোরান তেলাওয়াত, হামদ ও নাত, ইসলামি সংগীত, একক ও দলীয় পরিবেশনা, ছোট ও বড়দের ফুটবল খেলা প্রতিযোগিতা নিয়ে শিশু কিশোররা সারাদিন ব্যস্ত থাকে। দুপুরে জামাতের সাথে শিশু কিশোরদের নামাজ পড়ানো হয় এবং আকর্ষণীয় খাবার পরিবেশন করা হয়। কোরান পাঠের প্রতি উৎসাহ এবং জামাতে নামাজের অভ্যাস গড়ে তোলার জন্য বাচ্চাদেরকে নিয়ে এই আকর্ষণীয় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের পরিচালক মু. মারুফ বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অফ স্পেনের প্রাক্তন সভাপতি মোর্শেদ আলম, আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর পরিচালক জাহিদুল আলম মাসুদ, মদ্রিদের বিশেষ কমিউনিটি ব্যক্তিত্ব আবু জাফর মজুমদার সায়েম, অহিদুল ঢালী ও বাচ্চাদের অভিবাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে সব প্রতিযোগির মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরন করা হয়।
মাদ্রিদে আল হামরা একাডেমিয়া কুলতুরালেস এর ‘হিজল বনে ফুল পাখিরা‘
Reviewed by spain bangla news
on
September 15, 2016
Rating: 5